বিএনপি ঘোষিত আগামী ১২ মার্চের ‘চলো চলো, ঢাকা চলো’ কর্মসূচী সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ।

মঙ্গলবার দুপুর ২ টায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনের সামনে পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পটুয়াখালী জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করায় এ জনসভার আয়োজন করা হয়।পটুয়াখালী জেলার বিভিন্ন জায়গা থেকে আসা লাখ মানুষের ঢল নামে এই জনসভায় জনসভার ময়দান মানুষে মানুষে পরিপুর্ন হয়ে যায় সকাল ১০ টার ভিতরে প্রধান অতিথি এসে উপস্থিত হন দুপুর ২ টায়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র নেতা শাহদৎ হোসেন মৃধা । জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নব-গঠিত জেলা বিএনপির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

উল্লেখ্য, বিবাদমান জেলা বিএনপির দু’গ্রুপের সবাই ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী জনসভায় একসঙ্গে উপস্থিত ছিলেন।

জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির নবগঠিত সাধারন সম্পাদক এম এ রব মিয়া, পৌর বিএনপির আহ-বায়ক মাকসুদ আহাম্মেদ বায়জিদ পান্না মিয়া ,শ্রমিক দলের সভাপতি হারুন-আর রশিদ মনু , যুব দলের আহবায়ক মশিউর রহমান খান, যুব দলের যুগ্ন-আহবায়ক মনিরুল ইসলাম লিটন, মোস্তাফিজুর রহমান রুমি, তৌফিক আলী খান কবির, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মশিউর রহমান মিলন,

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ মনির হোসেন বাদল/পটুয়াখালী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here