টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব অভিনীত ১৮ নম্বর ছবি ‘খোকাবাবু’ মুক্তি পেয়েছে আজ। এই ‘খোকাবাবু’ ছবিটি দেখতেই হলে গিয়ে টিকিট কেনার লাইনে দাঁড়াবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হ্যাঁ, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দেবের ২৯তম জন্মদিনে ২৯টি হলুদ গোলাপ পাঠিয়ে আশীর্বাদ করেছিলেন। এছাড়া টেলিফোন করেও শুভেচ্ছা জানিয়ে ছিলেন দেবকে।
এরপর দেবও তার দায়িত্ব পালন করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের শ্রাদ্ধাসরে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই দেবের নতুন ছবি এবং টালিগঞ্জের হাল-হকিকত নিয়ে কথা হয় তাদের মধ্যে। তখনই মমতা ‘খোকাবাবু’ দেখার ইচ্ছা প্রকাশ করেন।
সব ঠিক থাকলে এ মাসের ১৯ তারিখ এসআরএফটিআই-এর প্রেক্ষাগৃহে ছবিটি দেখবেন মমতা।