সালমান খানের ‘বডিগার্ড’ আর শাহরুখ খানের ‘রা-ওয়ান’ – দুটোকেই টপকে গেল ঋত্বিক-সঞ্জয়ের ‘অগ্নিপথ’৷ বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনে আয় করেছে রেকর্ড ২৫ কোটি ভারতীয় টাকা৷
১৯৯০ সালে অমিতাভ বচ্চনের ‘অগ্নিপথ’ ছবির রিমেক এটি৷ ছবিতে ঋত্বিক বিগ-বি অমিতাভের বিজয় চরিত্রে অভিনয় করেছেন৷ আর সঞ্জয় হয়েছেন ভিলেন, কাঞ্চা৷ নায়িকা চরিত্রে রয়েছেন প্রিয়াংকা চোপড়া৷
প্রথম দিনে ছবির এমন সাফল্যে উত্তেজিত ঋত্বিক৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘আমার মনে হচ্ছে আমি এখন উড়তে পারব৷ ধন্যবাদ দর্শক৷”
প্রিয়াংকা তাঁর টুইটারে লিখেছেন, ‘‘আমাদের ধারণা ছিল ছবিটি ভাল করবে৷ কিন্তু প্রথম দিনেই এমন সাফল্য ছিল অপ্রত্যাশিত৷” আর সঞ্জু বাবা দর্শকদের এমন ভালবাসায় পুলকিত৷
অগ্নিপথের শুটিং’এর সময় সঞ্জয় দত্তের লুক দেখে ভয় পেয়ে গিয়েছিলেন স্বয়ং ঋত্বিক৷ কেননা সঞ্জয়ের পুরো মাথায় ছিল টাক আর চোখের উপর ছিল না কোনো ভ্রূ৷
ঋত্বিক বলছেন, মোগাম্বো আর গাব্বার সিং’এর মতো ভারতীয় চলচ্চিত্রের নামকরা ভিলেন চরিত্র হতে যাচ্ছা কাঞ্চা৷
ছবিটি পরিচালনা করেছেন করন জোহরের একসময়ের সহকারী করন মালহোত্রা৷ আর প্রযোজনায় আছেন করন জোহর নিজে৷
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিনোদন নিউজ