ইন্টারন্যাশনাল ডেস্ক:

দ্য অস্ট্রিয়ান ইন্টারন্যাশনাল সেক্স স্কুল’। এটি বিশ্বের প্রথম আন্তর্জাতিক সেক্স স্কুল। যার অবস্থান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।

এ স্কুলে প্রেমিকদের শিখানো হবে কিভাবে ভালবাসাকে আরও উপভোগ্য করে তুলতে হয়। কিভাবে সঙ্গিনীকে আনন্দ দেয়া যায়।

এটি প্রতিষ্ঠা করেছেন সুইডেনের স্কুলশিক্ষিকা ইলভা-মারিয়া থম্পসন। তিনি বলেছেন, ১৬ বছর বয়সের বেশি বয়সী যে কেউ তার ওই স্কুলে ভর্তি হতে পারেন। এক টার্মের জন্য দিতে হবে ১৪০০ পাউন্ড। এ কোর্সে ভর্তি হওয়া ‘ছাত্রদের’ রাখা হবে ওই স্কুলের সঙ্গেই যুক্ত ডরমিটরিতে। সেখানে তাদেরকে ‘হোমওয়ার্ক’ চর্চা করতে হবে। কোর্সের শেষে তাদেরকে সনদ দেয়া হবে। তিনি আরও বলেন, আমাদের শিক্ষা শুধু তত্ত্বীয় নয়, খুব বেশি প্রাকটিক্যাল। গুরুত্ব দেয়া হবে কিভাবে একজন ভাল প্রেমিক বা প্রেমিকা হওয়া যায়।

স্কুলটির বিজ্ঞাপন দিয়েছে টেলিভিশনে তাতেও ব্যবহার করা হয়েছে আপত্তিকর দৃশ্য। ফলে অস্ট্রিয়ান টিভি তা সমপ্রচার বন্ধ করে দিয়েছে।

দ্য অস্ট্রিয়ান ইন্টারন্যাশনাল সেক্স স্কুলের কর্মকাণ্ড নিয়ে এরই মধ্যে অস্ট্রিয়াতে তীব্র বিতর্ক শুরু হয়ে গেছে।

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here