দীর্ঘ নয় বছর পর  আরো একটি বেসরকারি বিল পাস হতে যাচ্ছে বৃহস্পতিবার। এটি চলতি নবম জাতীয় সংসদে পাস হতে যাওয়া প্রথম বেসরকারি বিল।

গত বছর ৩ জুন আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী কুষ্ঠ রোগীদের প্রতি বৈষম্যমূলক আইন বাতিলের প্রস্তাব রেখে ‘দ্যা লেপারস (রিপিল) অ্যাক্ট’ বাতিলের প্রস্তাব করে একটি বিল উত্থাপন করেন।

বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কয়েক দফা যাচাই বাছাইয়ের পর বিলটি পাস হতে যাচ্ছে।

সংসদের আইন শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, বিলটি বৃহস্পতিবার পাসের জন্য উত্থাপিত হবে।

এর আগে ২০০২ সালে সর্বশেষ বেসরকারি বিল পাস হয়। তখন চারদলীয় জোটের সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিক জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন (রহিতকরণ) আইন, ২০০২ উত্থাপন করলে তা পাস হয়।

প্রসঙ্গত, সব মিলে নয়টি সংসদে এ পর্যন্ত ছয়টি বেসরকারি বিল পাস হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here