বিভাষ দত্ত, ফরিদপুর

জাতীয় মজুরী কমিশন ঘোষনা সহ ৯ দফা দাবীতে বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ও সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ এর যৌথ উদ্যোগে শনিবার ফরিদপুর চিনিকলের প্রধান ফটকে সকালে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ফরিদপুর চিনি কল শ্রমজীবী ইউনিয়নের জ্যোষ্ঠ সহ-সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জহুরুল হক, অর্থ সম্পাদক কাজল বসু, শ্রমিক নেতা মজিবর রহমান মন্টু, সুভাষ রায়, আবুল বাশার বাদশা প্রমুখ। বক্তারা অবিলম্বে জাতীয় মজূরী কমিশন ঘোষনা সহ ৯ দফা দাবী বাস-বায়নের দাবী করেন। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি অনুযায়ী আগামী কাল ১৫ জানুয়ারী পূর্ণ দিবস কর্মবিরতির  ঘোষনা দেওয়া হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কারখানা সহ চিনকল এলাকা প্রদক্ষিন করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীগন চিনিকলের প্রধান ফটকের সামনে টায়ার জালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

তাদের দাবীগুলোর মধ্যে  রয়েছে, জাতীয় মজুরী ও উৎপাদনশীলতা কমিশন ২০১০ এর দাখিলকৃত সুপারিশমালা অনুযায়ী মজুরী কমিশন জুলাই ২০০৯ থেকে কার্যকর করতে হবে, সরকারী সিদ্ধানে-র প্রেক্ষিতে পেনশন  সুবিধার আলোকে শ্রমিক কর্মচারীদেরকে গ্রাচুাইটিসহ পিআরএল সুবিধা প্রদান করতে হবে, দৈনিক ভিত্তিক/মাষ্টার রোল/এডহক ভিত্তিক শ্রমিক কর্মচারীকে চাকুরীতে নিয়োগের তারিখ থেকে স’ায়ী করতে হবে, চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন-র্ভূক্ত করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here