rayঢাকা: জামায়াতের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি নেতা সাখাওয়াত হোসেনসহ ৮ জনের মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় আজ (১০ আগষ্ট) ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-১। হত্যা নির্যাতনের অভিযোগে আসামীদের সর্বোচ্চ সাজার আশা রাষ্ট্রপক্ষের।

গণহত্যা, হত্যা ধর্ষণ, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর ১২ আসামীর মধ্যে ৩ জনকে অব্যাহতি দিয়ে ৯ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আসামীরা হলেন আটক সাখাওয়াত হোসেন, বিল্লাল হোসেন, লুৎফর মোড়ল, পলাতক ইব্রাহিম হোসেন, শেখ মোহাম্মদ মুজিবর রহমান, আজিজ সরদার, আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম, আব্দুল খালেক মোড়ল।

তবে বিচার চলার সময় মারা যান আসামী লুৎফর মোড়ল। অপরাধ প্রমাণের জন্য ১৭ সাক্ষী দেয় রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামীপক্ষ কোনো সাফাই সাক্ষী দেয়নি। এরপর বুধবার রায় ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত জানান ট্রাইব্যুনাল-১।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রিজিয়া সুলতানা চমন বলেন, মো. সাখাওয়াত হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে ১৪ জুলাই রাষ্ট্রপক্ষ এবং আসামীপক্ষের যুক্তিতর্ক শেষে আদালতে মামলার রায় অপেক্ষমান তালিকায় রাখা হয়। আজ মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের এক নম্বর কার্যতালিকায় মামলাটি তোলা হলে ট্রাইব্যুনাল বুধবার রায়ের জন্য আদেশ দেন।

আসামীদের নির্দোষ দাবি করে আসামীপক্ষের আইনজীবী জানিয়েছেন এই মামলায় তাদের মক্কেলরা খালাস পাবেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here