তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, অনেক সময়ে সাংবাদিকরা ভুল সংবাদ পরিবেশন করায় আমাদের কাজ করতে সমস্যা হয়। না জেনে না শুনে ভুল সংবাদ করা ঠিক নয়। এ কারণে সাংবাদিকদের উচিত সঠিক, বস’নিষ্ট ও গঠনমূলক সংবাদ পরিবেশন করা।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন চত্ত্বরে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে এ আহবান জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সামগ্রিক উন্নয়নে অনেক কাজ করছে। কাজ করতে গেলে ভুল হবেই। এর মধ্যে ছোটখাট ভুল থাকতেই পারে। কিন’ এসব ভুল বড় করে না দেখাটাই ভালো। সাংবাদিকদের দেশ ও জনগণকে ভালোবেসে তাদের প্রতি দায়বদ্ধতা রেখে সঠিক ও বস’নিষ্ট সংবাদ পরিবেশন করা উচিত। দেশে এখন গণমাধ্যমে অবাধ তথ্য প্রকাশের সুযোগ থাকছে। তথ্য অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশন গঠন করা হয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি জোর দেওয়া হচ্ছে। হারিয়ে যেতে বসা ঐতিহ্য পুনরুদ্ধার করার কাজ করছে সরকার। সোনারগাঁওয়ের লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের যাদুঘর সহ সোনারগাঁও এলাকার প্রাচীন ঐতিহ্য বিদেশীদের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশী পর্যটকদের কাছে এ ঐতিহ্য তুলে ধরতে সোনারগাঁওয়ের স’ানীয় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে তাদের গাইড হিসেবে তৈরি করা হবে।
তিনি আরো বলেন, বিশ্বের ২০টি দেশের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি বিনিময় চুক্তি হয়েছে। এর মধ্যে উন্নত এসব দেশে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করা হচ্ছে।
মন্ত্রী বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের পরিকল্পনা মতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনারগাঁওয়ে এ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন গড়ে তোলে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আদলে এ ফাউন্ডেশনের ভেতরে দেশের প্রথম বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য নির্মাণাধীন। আগামী ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের দিন এ ভাস্কর্যটি উদ্বোধন করা হবে।
ফাউন্ডেশন চত্ত্বরে স’ায়ীভাবে নির্মিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স’ানীয় সংসদ সদস্য আবদুল্ল্লাহ আল কায়সার, সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মাহবুবুল ইসলাম, সোনারগাঁও থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল ইসলাম ভূইয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা শেষে মঞ্চে গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
উল্লেখ্য, মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের কারু শিল্পীদের পন্য বিক্রির জন্য এবারের মেলায় ১৬৭টি স্টল স’ান পেয়েছে। মেলার পাশাপাশি লোকজ মঞ্চে প্রতিদিন বাউলগান, কবিগান, পালাগান, জারি-সারি ও ভাটিয়ালি, ভাওয়াইয়াসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও মেলায় দেশের বিলুপ্ত প্রায় লোকজ জীবনের বিভিন্ন দৃশ্যবলী প্রদর্শণ করা হবে। মেলা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা হতে রাত ১০টা পর্যন্ত মেলা চলাবে।
মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ