তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ৭১ এর রাজাকারদের এ দেশে স্থান নেই। যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে জনসম্মুখে তুলে ধরতে হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ নির্মাণ করা হবে। তৈরি করা হবে মুক্তিযোদ্ধা চত্বর। রূপগঞ্জে নির্মাণাধীন সকল রাস্তাই মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে। মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের কোঠাভিত্তিক চাকুরি দেওয়া হচ্ছে। এর আওতা থেকে কেউ বাদ যাবে না। শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে পূর্বাচল ভিত্তিক সকল রিয়েল এষ্টেট কোম্পানি যৌথ আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বাচল ভিত্তিক সকল রিয়েল এষ্টেট কোম্পানীর প্রতিনিধি কামালউদ্দিন আহম্মেদ।

বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম দসত্মগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুল হাই ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ফারহানা কাউনাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোলস্না, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, মহিলা লীগের সভানেত্রী হাসিনা গাজী, আশিয়ান শীতলছায়ার জামাল হোসাইন, মেজর (অব:) দেলোয়ার হোসেন, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডার আলামিন ভুঁইয়া দুলাল প্রমুখ।

সংসদ সদস্য গোলাম দসত্মগীর গাজী বলেন, রূপগঞ্জের ভিটেহারা মুক্তিযোদ্ধাদের জন্য এখানকার রিয়েল এষ্টেট মালিকদের কাছে স্থায়ী আবাসন করে দেওয়ার আহবান জানান। সকরারি নীতিমালা মেনে রিয়েল এষ্টেট মালিকদের ব্যবসা করতে হবে। কারো জমি জোরপূর্বক দখল চলবে না। রিয়েল এষ্টেট এসোসিয়েশনের পক্ষে মেজর (অব:) দেলোয়ার হোসেন বলেন, সরকারি বিধিমালা মেনেই রূপগঞ্জে পূর্বাচল ভিত্তিক সকল রিয়েল এষ্টেট কোম্পানির মালিকেরা জমি ক্রয় করছেন। পরে ২ শতাধিক মুক্তিযোদ্ধার মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।

মুক্তিযোদ্ধা ফোরকান বেগম ঝুনু জানান, পূর্বাচল ভিত্তিক সকল রিয়েল এষ্টেট কোম্পানি আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন করা হয়নি। অতিথিদের মাঝে উন্নতমানের ও মুক্তিযোদ্ধাদের মধ্যে নিন্মমানের ক্রেস্ট প্রদান করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here