রাজু দে, (ষ্টাফ রিপোর্টার) নাটোর ::
শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’ এই প্রতিপাদ্যে নিয়ে  বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শুরু হয়েছে দেশব্যাপী গণজাগরণের শিল্প আন্দোলন।
এরই ধারাবাহিকতায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আজ ২৯ ডিসেম্বর ২০২৩ থেকে ৫ জানুয়ারি ২০২৪, ৮দিনব্যাপী ৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে ‘গণজাগরণের চলচ্চিত্র উৎসব ২০২৩’। ১৮টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে, যার মধ্যে ১৫টি চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বিশেষ প্রদর্শনী হিসেবে থাকছে ‘মুজিব:একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেই কর্মযজ্ঞের অংশ হিসেবে নাটোর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে আজ  থেকে পর্দা উঠলো গণজাগরণের চলচ্চিত্র উৎসবের।  ৮ দিন ব্যাপী এই চলচিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ।
জেলা কালচার অফিসার জনাব রাকিবিল বারী বলেন ; গণজাগরনের শিল্প আন্দোলন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর অন্যতম একটি উদ্যোগ। প্রকৃতপক্ষে একটি জাতির উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ তাদের শিল্প-সংস্কৃতি। জেলা শিল্পকলা একাডেমি, নাটোর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জেলা প্রতিষ্ঠান।
আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় নাটোরেও এই গুরুত্তপূর্ন কার্যক্রম পরিচালিত করছি । তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন গণজাগরণের চলচ্চিত্র উৎসব। যা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশকক্রমে আমরা আয়োজন করেছি ভবানীগঞ্জের মোড়ে অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। আশা করি ৮ দিন ব্যাপী  চলমান এই উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে  সবাই এই চলচ্চিত্র উৎসব উপভোগ করবেন সানন্দে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here