মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণ কাজ দীর্ঘ পাঁচ বছরেও শেষ না হওয়ায় জনমনে হতাশা দেখা দিয়েছে। সময়ে সময়ে ঘটে যাওয়া অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়া সত্যেও সংশ্লিষ্ট দপ্তর কোন কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢিলেঢালাভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনের রং ও রেলিংয়ের কাজ করছে ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা। ফটকের সামনে ফ্লোরে ফাটল দেখা দেওয়ায় পুনরায় ঢালাই কাজ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, উপজেলার শাহপুর বাঁধ বাজার সংলগ্ন এলাকায় এই গুরুত্বপূর্ণ ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শেষ না হলেও ২০১৮ সালের ১ নভেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কিন্তু বিভিন্ন সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে নীরব দর্শকের মত চেয়ে থাকা ছাড়া কিছু করার থাকেনা। জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের টিম আসতে প্রায় সময় লাগে ২ থেকে ৩ ঘণ্টা। এর মধ্যে অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায় দুর্ঘটনা কবলিতরা।
কিছুদিন আগে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের হটামারা গ্রামে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় ৩৮টি পরিবার সর্বস্ব হারিয়ে, আর কত ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট কতৃপক্ষের টনক নড়বে এমনটাই প্রশ্ন জনমনে। দ্রুত সময়ে এর অবকাঠামো ও লোকবল নিয়োগ
করাসহ কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান সচেতন মহল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, বিগত ৫ বছর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা আমি জানতে পেরেছি। এর পর থেকে কাজের কোন অগ্রগতি না থাকায় নির্মাণ কাজ শেষ হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে তলব করা হবে।
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করেন। আমরা আশা করে ছিলাম একটি ঐতিহ্যবাহী সাচনা বাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি হবে। যেহেতু জামালগঞ্জ উপজেলা সদর সেখানে হয়েছে। জামালগঞ্জবাসীর আশা ছিল আগুন লাগলে সাথে সাথে ফায়ার সার্ভিসের লোকজন এগিয়ে আসবেন। কিন্তু এখনো কোন কার্যক্রমই শুরু হয়নি। এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলব।