
সবুজকুঁড়ির ক্ষুদে শিল্পী আরিফুল হক ফাহিম ও নাইম আহমদের কন্ঠে ও নির্বাহী পরিচালক তাহমিদ জাহান নাফিসের দরদী সুরের গজলটি রিলিজ হওয়ার সপ্তাহখানিকের মধ্যে রীতিমতো তোলপাড় শুরু হয়।সবুজকুঁড়ি’র জন্য এটি একটি মাইলফলক তৈরি করল।
সবুজকুঁড়ির প্রধান পরিচালক রফীকুল ইসলাম মুবীনের কথামালায় নির্বাহী পরিচালক মামুনূর রশিদের স্ক্রিপ্ট রাইটে হামদটির স্টরি পরিচালনা করেন সবুজকুঁড়ির পরিচালক সুলতান আহমদ, কেরাত পরিচালক সাইফুল ইসলাম, নির্বাহী পরিচালক মামুনূর রশিদ ও থিয়েটার পরিচালক তানভীর আহমদ চৌধুরী।
শাহ নাঈব জাহান সম্পাদিত দ্যা এনিমেট প্রোডাকশন পরিবেশিত এ সঙ্গীতটি সবুজকুঁড়ি টিভি চ্যানেলের সর্বাধিক প্রচারিত সংগীত।
ইসলামী ইউটিউব চ্যানেলের মধ্যে নিজেদের চ্যানেল থেকে এটি একটি রেকর্ড গড়ল। আসন্ন মাহে রামাদ্বান উপলক্ষে সবুজকুঁড়ি’র নিত্য নতুন কয়েকটি চমকপ্রদ পরিবেশনাও থাকবে বলে জানা গেছে।
ইউটিউব লিংক- https://youtu.be/vDgicCyvBxw