41aba08717ঢাকা : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে আগামী ৫০ বছরেও গ্যাসের কোনও সমস্যা হবে না। তাই গ্যাসের সংযোগ নিয়েও চিন্তার কারণ নেই। এখনও গ্যাসের সংযোগ দেওয়া হবে। এমনকি ২০১৯ সালের শুরুতে যারা গ্যাস সংযোগ চাইবেন, তারাও সংযোগ পাবেন।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট আয়োজিত  ‘স্বপ্ন পূরণের বাজেট’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা জানান।
ষণায় ব্যয় করা হবে। দেশের অর্থনীতি কৃষিভিত্তিক। সে কারণেই কৃষির উন্নয়নে এবং গবেষণায় অর্থ বাড়ানো দরকার।
সংলাপে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.মোহাম্মদ ফরাসউদ্দিন বাজেটের অপ্রদর্শিত আয়ের প্রসঙ্গে বলেন,যদি অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ দেওয়া হয় তাহলে একদিকে অপ্রদর্শিত আয় প্রদর্শিত হবে,আরেকদিকে সরকারের রাজস্বও বাড়বে।
বাংলাদেশ স্টাডি ট্রাস্টের ট্রেজারার ডা. নুজহাত চৌধুরীর সঞ্চালনায় সংলাপে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস ড. এ কে আবদুল মোমেন। আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক রাশেক রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here