ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এই টেস্টের সর্বনিম্ন টিকিটের মূল্য ৫০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট মূল্য ৫০ টাকা রাখা হয়েছে। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা।
গ্যালারিতে বসে খেলা দেখতে হলে ১৮ বছরের বেশি বয়সীদের দুই ডোজ কোভিড টিকা নেয়া থাকতে হবে। মাঠে প্রবশের সময় টিকা দেয়ার সার্টিফিকেট দেখাতে হবে দর্শকদের।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ দিয়ে দেড় বছর পর আন্তর্জাতিক ম্যাচে গ্যালারিতে দর্শক ফেরাচ্ছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। তবে ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট ছাড়া হয়েছে।

মিরপুর ১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে আজ থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here