জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: মসজিদের গিয়ে নামাজ পড়তে শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে পুরস্কার ঘোষনা করেছেন মসজিদ কর্তৃপক্ষ। ঘোষনা ছিলো ১৩ থেকে ১৭ বছর বয়সী শিশু কিশোররা যদি ৪০দিন টানা মসজিদে গিয়ে জামায়াতের সহিত নামাজ আদায় করে তাহলে তাদের পুরস্কৃত করা হবে। এ ঘোষনা দিয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের রোকনপুর গ্রামের রোকনপুর জামে মসজিদ কমিটি। ঘোষনার পর পরই রোকনপুর গ্রামে ব্যাপক সাড়া পড়ে।

শিশুকিশোরদের মাঝে উৎসাহ উদ্দীপনা কাজ করে। ঘোষনার পর থেকে টানা ৪০দিন মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করে স্থানীয় শিশু-কিশোররা। এতে ৪৩জন শিশু-কিশরকে পুরস্কৃত করা হয়। এমন ব্যতিক্রমি উদ্যোগে সাধুবাদ জানাই স্থানীয় মুসল্লিরা। নামাযের সময় মুসল্লিরাও শিশুকিশোরদের নামাজের জন্য আহবান জানিয়েছিলেন।

স্থানীয় মুসল্লি মো. কামরুল হোসেন জানান, মসজিদ কমিটির এমন উদ্যোগে শিশুকিশোরদের কচি মনে সাড়া পেলেছে। নামাজের প্রতি তাদের আগ্রহ বেড়েছে। এমন উদ্যোগ প্রতিটি পাড়ায়-পাড়ায়, গ্রামে-গ্রামে হলে তরুনরা মসজিদ মুখি হবে। এতে করে তরুনদের মাঝ থেকে অসামাজিক কার্যকলাপ করার অগ্রাহ হারাবে। ফলে আমাদের সমাজ পরিবর্তনে সহায়ক শক্তি হিসে কাজ করবে।

মসজিদ কমিটি থেকে জানানো হয়, গত ১ জানুয়ারি থেকে পুরস্কার ঘোষনা করা হয়। রোকনপুর জামে মসজিদ এলাকার অনূর্ধ্ব ১৩-১৭বছর বয়সী ছেলেদের এক নাগাড়ে ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায় করলে তাদের পুরস্কার প্রদান করা হবে। এ ঘোষনা শিশুকিশোরদের মসজিদমুখী ও নামাজের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য করা হয়েছে।

পরে ঘোষনা অনুযায়ী রবিবার রাতে পুরস্কার প্রদান করেন মসজিদ কমিটি। এতে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায় করায় ১৬জনকে বাইসাইকেল, ১৪জনকে স্কুল ব্যাগ ও ১৩জনকে জ্যামিতি বক্স পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি মাহবুবুর রহমান মারুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন আবুল কাশেম নোমান পাটোয়ারী ও উক্ত মসজিদের খতিব মাওলানা আবদুর রহমানসহ স্থানীয় মুসল্লীগন।

মসজিদ কমিটির সভাপতি মাহবুবুর রহমান মারুফ জানান, আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে শিশুকিশোররা যাতে বিপথে না চলে, তারা যেন মসজিদমুখী হয়। তাদের আগ্রহ বৃদ্ধি ও উৎসাহ প্রদান করার জন্য এ কার্যক্রম। এ কার্যক্রম ১মার্চ থেকে আগামী ঈদুল ফিতর পর্যন্ত চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here