নোয়াখালীতে ডাকাতি ও জোড়া খুন মামলার ভয়ংকর আসামি কামরুল ইসলাম (৩৫) মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় পুলিশ হেফাজত থেকে পালিয়েছে । এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাবিলদার  সিকান্ত চাকমা, কনস্টেবল গোলাম মোস্তফা ও মো: রেজাউল হক রাত ৮ টায় সাসপেন্ড করা হয়েছে।

নোয়াখালী জেলা কারাগার সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা কারাগার থেকে লক্ষীপুর আদালতে হাজিরা দিতে নেওয়ার পথে চন্দ্রগঞ্জ বাজারে পৌঁছালে প্রশ্রাবের কথা বলে টয়লেটের বাইরে ১ হাবিলদার ও ২ কারারক্ষীর চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়।

চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানায়, জেলা কারাগারের ১ হাবিলদার ও ২ কারারক্ষী আসামি কামরুল ইসলাম কে বাস থেকে নামিয়ে চা দোকানে নাস্তা করতে নিয়ে যায়। কিছুক্ষণ পর আসামী কামরুল ইসলাম ৩ পুলিশকে দোকানে রেখে প্রাকৃতিক ডাকের কথা বলে দোকানের পাশে টয়লেটে ঢুকে । আসামি টয়লেট থেকে বের হতে বিলম্ব হওয়ায় ৩ পুলিশের সন্দেহ হলে টয়লেটের দরজা খুলে আসামীকে দেখতে পায়নি। পরে ৩ পুলিশ নোয়াখালী জেলা কারগারে ফেরৎ আসে।

নোয়াখালী জেলা কারাগার জেলারের সাথে বার বার টেলিফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

নোয়াখালী পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাজারী ইউনাইটেড নিউজ ২৪ ডট কমকে জানান, ১ হাবিলদার ও ২ কনস্টেবল কে তাদের দায়িত্বে অবহেলার কারণে সাসপেন্ড করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মুহাম্মদ রহমত উল্যাহ/নোয়াখালী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here