চট্টগ্রাম বিভাগীয় রোড মার্চের দুইদিনে ৩টি পথসভা ও ২টি জনসভায় বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। দিনের প্রথম পথসভাটি হবে কুমিল্লার চান্দিনা মাদাই ডিগ্রি কলেজ মাঠে, একই উপজেলার নুর মানিক চান মাঠে দ্বিতীয় পথসভা এবং চৌদ্দগ্রামের পদুয়ার বাজারে তৃতীয় পথসভাটি অনুষ্ঠিত হবে।
রবিবার বিকালেই মুল জনসভাটি হবে ফেনী কলেজ মাঠে। আগামীকাল দ্বিতীয় দিনের মূল জনসভাটি হবে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে। জানা গেছে, ফেনী থেকে চট্টগ্রামের পথে মীরসরাইয়ের একটি অনির্ধারিত পথসভায় বক্তব্য দেয়ার জন্য খালেদা জিয়াকে অনুরোধ জানিয়েছে মিরসরাই বিএনপি।
ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার