ডেস্ক রিপোর্ট::  কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তিস্তা নদী‌তে নৌকাডু‌বির ঘটনায় নি‌খোঁ‌জের তিন‌দিন পর কুলসুম খাতুন না‌মে আড়াই বছরের এক শিশুর মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২২ জুন) সকা‌লে উলিপুর উপ‌জেলার বজরা ইউনিয়‌নের জিগাবা‌ড়ির চর এলাকায় তিস্তা নদী‌তে শিশু‌টির মর‌দেহ ভাস‌তে‌ দে‌খে স্বজনেরা। প‌রে তা‌কে উদ্ধার ক‌রা হয়। শিশু কুলসুম সাতালস্কর গ্রামের কয়জর আলীর মে‌য়ে।

গত বুধবার সন্ধ্যায় মা‌য়ের স‌ঙ্গে দাওয়াত খে‌তে যাওয়ার প‌থে নৌকাডু‌বে নি‌খোঁজ হয় তারা। বিষয়‌টি‌ নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, ঘটনাস্থল থে‌কে প্রায় তিন কি‌লো‌মিটার দ‌ক্ষিণ পূর্ব দি‌কে তিস্তা নদীর কোলায় বালু‌তে আট‌কে ছিল শিশু‌টি। দুই হাত পানির ওপ‌রে ভাস‌তে দেখে স্বজন ও স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে নি‌য়ে আসে।

তি‌নি‌ আরও জানান, নৌকাডু‌বির ঘটনায় এখনও পাঁচজন নি‌খোঁজ র‌য়ে‌ছে। তারা হ‌লেন, পশ্চিম বজরার আনিছুর রহমান (৩০), তার স্ত্রী রুপা‌লি বেগম (২৫), তাদের কন্যা সন্তান আইরিন (৯), ভা‌গ্নি হিরা ম‌নি (৯) ও আজিজু‌র রহমানের ছে‌লে শা‌মিম হো‌সেন (৫)।

উলিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান বলেন, গত বুধবার সন্ধ্যায় প‌শ্চিম বজরা এলাকার ২৬ জন যাত্রী নি‌য়ে আত্মীয়ের বা‌ড়ি‌তে দাওয়াত ‌খে‌তে যাওয়ার সময় নৌকাডু‌বির ঘটনা ঘ‌টে। এ সময় ১৯ জন নদী সাঁত‌রে তী‌রে উঠ‌তে পার‌লেও সাতজন নি‌খোঁজ হয়। প‌রে তল্লা‌শি চা‌লি‌য়ে এক শিশুর মর‌দেহ উদ্ধার করা হয়। আজ শ‌নিবার আরও এক শিশু‌র মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। বা‌কি‌দের উদ্ধারে ফায়ার সা‌র্ভি‌সের পাশা‌পা‌শি আমা‌দের লোকজনও কাজ কর‌ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here