ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::
যশোরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। রবিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, যশোর শহরের চাচড়া ডালমিল এলাকার সাবানা (৩৭) ও যশোর সদরের ছোট মেঘলা গ্রামের ফাতেমা বেগম (৩০)।
পুলিশ জানায়, মাদক কারবারিরা মাদকের একটি চালান পাচার করবে এমন খবরে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) সালাউদ্দিন খান অভিযান চালিয়ে হরিনাপোতা পার্কের মোড় হতে ৩ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ তাদের আটক করে। যার মূল্য অনুমান ১ লক্ষ ৮০ হাজার টাকা।
ধৃত আসামীদের বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান এসআই সালাউদ্দিন খান।