ঢাকা : ৩৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার, যার অপেক্ষায় রয়েছে প্রায় ২৯ হাজার চাকরিপ্রার্থী।

অবশ্য তাদের মধ্যে চার হাজারের কিছু বেশি চাকরিপ্রার্থী শেষ পর্যন্ত সরকারি চাকরিতে যোগ দেয়ার সুযোগ পেতে পারেন।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা হেলেনা বেগম জানান, বিকালে ফল প্রকাশের পর কমিশনের ওয়েবসাইটে তা দেয়া হবে।

চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে গত বছর ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী অংশ নেন।

গত বছরের ২৮ জুন এর ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ ২৮ হাজার ৯১৭ জন লিখিত পরীক্ষায় অংশ নেন।

তাদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৬৯৩ জনের মৌখিক পরীক্ষা নেয়া হয় গত মে ও জুন মাসে।

পিএসসি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here