গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::
দিনাজপুরের হিলি ইমিগ্রেশনে সার্ভার দু’দিন বিকল থাকার পর আজ শনিবার সকাল থেকে সচল হয়েছে । ফলে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী চলাচল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে হিলি ইমিগ্রেশনের সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় বন্ধ হয়ে যায় দু’দেশের মাঝে পাসপোট যাত্রী পারাপার কার্যক্রম। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ম্যানুয়াল সিস্টেমে পাসপোর্ট এন্ট্রি কার্যক্রম শুরু করেন।
ইমিগ্রেশনে ম্যানুয়াল সিস্টেমে পাসপোর্ট এন্ট্রি করায় যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। শনিবার সকাল থেকে সার্ভার সচল হওয়ায় তড়িৎ গতিতে চলছে পাাসপোর্ট এন্ট্রি কার্যক্রম। সার্ভার সচল হওয়ায় হিলি ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল বলেন, সার্ভারের সমস্যা থাকায় বৃহস্পতিবার ও শুক্রবার ম্যানুয়াল সিস্টেমে পাসপোর্ট এন্ট্রি কার্যক্রম চালানো হয়। শনিবার সকাল থেকে সার্ভার সচল হওয়ায় হিলি ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বাংলাাদেশ ও ভারতে যাতায়াত করা যাত্রীরা পাসপোর্ট