ঝিনাইদহ : ঝিনাইদহ জেলার দুই ওসি ও এক ইউএনওকে সমপ্রতি বদলি করা হয়েছে। সরকারি দলের মন জোগাতে না পারায় তাদের বদলি করা হয়েছে, এমন অভিযোগ করছে এলাকার সাধারণ মানুষ।
জানা গেছে, কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেনকে ইসলামী ব্যাংকের গার্ড আইয়ূব হোসেন হত্যার ঘটনায় মাগুরা জেলায় বদলি করা হয়। কিন্তু এই বদলির নেপথ্যে ছিল অন্য ঘটনা।
এছাড়া চোরাই সার ধরার কারণে আওয়ামী লীগ নেতাদের চাপে কোটচাঁদপুরের ওসি সাইদুল ইসলাম শাহিনকেও বদলি হতে হয়েছে। সর্বশেষ গত শনিবার হরিণাকুণ্ডু উপজেলার নির্বাহী কর্মবর্তা আবুল বাশারকে সরকারি দলের বিরাগভাজন হয়ে রংপুর জেলায় বদলি হতে হয়েছে।
আহমেদ নাসিম আনসারী/