মাস্টার বিল্ডার লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠান। “পরিবেশ বান্ধব,স্বপ্নিল আবাসন ” এ উপলব্দিকে সামনে রেখে ১৯৯৭ সাল থেকে নির্মান ও আবাসন শিল্পে দীর্ঘ পথপরিক্রমায় আজ ২৯ বছরে পর্দাপণ করলো – মাস্টার বিল্ডার লিমিটেড। রাজধানী ঢাকা শহরে মধ্যবিওদের জন্য সাধ্যর মধ্যে নিরাপদ আবাসনের স্বপ্নপূরণ করে তাদের মনে স্হান করে নিয়েছে।

মাস্টার বিল্ডার লিমিটেড এর সকল প্রজেক্টে দেশের সেরা স্হপতি ও ডিজাইনার দ্বারা প্ল্যান ও ডিজাইন করা হয়।এছাড়া অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলীর এবং তত্ত্বাবধায়ক টিম এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।নির্মাণ কাজে মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার, চুক্তিবদ্ধ সময়ের মধ্যে স্হাপনা নির্মাণ ও হস্তান্তর এবং গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদানের মার্ধ্যমে মাস্টার বিল্ডার লিমিটেড ইতিমধ্যে সকল মহলে ব্যাপক সুনাম অর্জন করেছে।মাস্টার বিল্ডার লিমিটেড ১০০০ টির বেশী ফ্ল্যাট হস্তান্তর করেছে।

আজ শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ – গল্ফ গার্ডেন, আর্মি গল্ফ ক্লাব ঢাকাতে জাঁকজমকভাবে উদযাপিত হলো মাস্টার বিল্ডার লিমিটেড এর ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাস্টার বিল্ডার লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক মেজর শিব্বির আহমাদ খান ( অব:)।অনুষ্ঠানে জমির মালিক, ফ্ল্যাট ক্রেতা, শুভাকাঙ্খী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে সারাদিনব্যাপি খেলাধুলা,র্যা ফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে ফরিদা পারভীন লালন সংগীত পরিবেশন করেন। অনুষ্টান শেষে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মাস্টার বিল্ডার লিমিটেড এর পরিচালক নাদিরা খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here