টানা ৮ বছর নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন শেষে গত ২৭ জুন দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন ডা. সেলিনা হায়াত আইভী। সেদিন তিনি সংবাদ সম্মেলন করে বলেছিলেন, জনগণের উপস্থিতিতে আজ আমি চেয়ার ছেড়ে দিলাম, ইনশাল্লাহ উন্নয়নের স্বার্থেই নারায়ণগঞ্জবাসী আমাকে আবারো নির্বাচিত করে এ চেয়ারে বসাবে।

প্রত্যাশা পূরণ হয়েছে

আইভীর সে প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি এবার সিটি করপোরেশনের মেয়র হিসেবে ছেড়ে যাওয়া চেয়ারে বসতে যাচ্ছেন। আগামী ২৭ নভেম্বর শপথ গ্রহণের পরেই তিনি আবারো বসবেন ৮ বছর ধরে বসা সেই পুরানো চেয়ারে, তবে বৃহৎ পরিসরের নতুন দায়িত্ব নিয়ে।

আগামী ২৭ নভেম্বর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র, ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানো হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী নিজে প্রতিমন্ত্রী মর্যাদার সিটি করপোরেশন মেয়র হিসিবে ডা. সেলিনা হায়াত আইভীকে শপথ পাঠ করাবেন। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করাবেন।

দেরি সইছে না কারোই

তবে গত মাসের ২৭ তারিখে শেষ হয়ে যাওয়া নির্বাচনের পর শপথ অনুষ্ঠানের এত দেরি যেন কিছুতেই সইছে না নির্বাচিতদের। তারা উম্মুখ হয়ে বসে রয়েছেন- কখন শুরু করবেন আনুষ্ঠানিক কর্মকা-। তবে দায়িত্ব গ্রহণের আগেই এখন থেকে অনেক কাউন্সিলার শুরু করেছেন উন্নয়ন কর্মকান্ডের আগাম প্রস্তুতি।

নির্বাচিত কাউন্সিলরদের কয়েকজনের সঙ্গে আলাপকালে তারা তাদের অনুভূতি প্রসঙ্গে বলেন, তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে জয়ী হয়ে নিজেদের ভাগ্যবান মনে করছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার জনগণও অপেক্ষায় রয়েছেন কখন তাদের ভোটে নির্বাচিতরা জনগণের কল্যাণে প্রতিশ্রুতি মোতাবেক কাজ শুরু করবেন।

এ ব্যাপারে কথা বললে সিটি কর্পোরেশন এলাকার নাগরিকদের কয়েকজন জানান, সিটি করপোরেশনের গেজেট প্রকাশের পর মামলা, পরে দলের সমর্থন নিয়ে আওয়ামী লীগের নাটকীয়তা, সেনা মোতায়েন না হওয়ায় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে নানা সংশয় থাকলেও শেষ পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়াটা ইতিবাচক দিক।

অফিস তৈরি করছেন নতুনরা

অপরদিকে, শপথ গ্রহণ না হলেও নির্বাচিতরা ইতিমধ্যে তাদের কর্মকা- আংশিকভাবে শুরু করেছেন। যারা বিলুপ্ত পৌরসভার কাউন্সিলর ছিলেন এবং এবার সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হয়েছেন তারা তাদের অনেকই পুরাতন অফিসে বসেই কর্মকা- চালাচ্ছেন। আর যারা নতুনভাবে নির্বাচিত হয়েছেন তারাও এলাকায় নতুন করে অফিস তৈরি করার কাজ চালাচ্ছেন।

যারা বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার কাউন্সিলর ছিলেন তারা এখনো সিটি করপোরেশনের নাগরিক সনদপত্রের সত্যায়ন করছেন। ফলে সাবেক পৌরসভার কাউন্সিলর যারা এবার নতুন করে নির্বাচিত হয়েছেন, প্রায় প্রতিদিন অনেক নাগরিক সনদ, জন্ম সনদসহ সংশ্লিষ্ট অনেক কাগজপত্রে স্বাক্ষর করতে হচ্ছে তাদেরকে।

নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভী শহরের পশ্চিম দেওভোগ এলাকার পৈত্রিক বাড়িতে বসে অস্থায়ী অফিস করেছেন। নির্বাচন উপলক্ষে ওই অফিসে বসেই আইভী তার কাজকর্ম চালাচ্ছেন।

নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র থাকা সময়ে ৮ বছরে পৌরসভার অফিস ছাড়া আইভীর অন্য কোনও অফিস ছিল না। তিনি পৌরসভাতে বসেই দায়িত্ব পালন করেছেন। কিন্তু গত ২৭জুন পৌরসভার দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকেই দেওভোগের বাসায় ব্যক্তিগত অফিস খুলে সেখানে বসা শুরু করেন।

চেষ্টা থাকবে মানুষের

প্রত্যাশার প্রতিফলন ঘটাতে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমি সবশেষ এ ওয়ার্ডের কাউন্সিলার ছিলাম। তখন ছিল পৌরসভা। এখন সিটি করপোরেশনে উন্নীত হয়েছে। এলাকার মানুষও আমাকে আশা নিয়ে নির্বাচিত করেছে। আমার চেষ্টা থাকবে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে।

১২নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকু জানান, শপথ নেওয়ার পর উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো দ্রম্নত শেষ করে অন্য কাজগুলো শুরম্ন করবো।

১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস জানান, তিনি এবার প্রথমবারের জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এখনো তিনি শপথ না নিলেও তার কাছে প্রতিদিন এলাকার বিভিন্ন সত্মরের মানুষ নানা সমস্যা নিয়ে আসতে শুরম্ন করেছে। তিনি বলেন, আমি চেষ্টা করছি সমস্যা সমাধানের। অসিত আরো বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আমি নির্বাচিত হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছি। তবে এর সকল কৃতিত্ব আমার এলাকার ভোটার ও সাধারণ জনতার।

২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন বলেন, এখন এলাকার বাসিন্দাদের সামাজিক সমস্যাগুলো সামাধান করা গেলেও প্রাতিষ্ঠানিক কাজগুলো সুরাহা করা যাবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর থেকে। অনেক মানুষ এ ধরনের সমস্যা নিয়ে আমার কাছে এলে আমি তাদের বিষয়টি  বোঝানোর চেষ্টা করছি।

সংরক্ষিত নারী আসনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মিনোয়ার বেগম মিনু বলেন, ২৭ নভেম্বর দায়িত্ব গ্রহণ করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো।

প্রসঙ্গত গত ৩০ অক্টোবর নির্বাচনের ভোট গ্রহণের সময়ে মিনু হজ্ব পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন।

২৭ নভেম্বরের তারিখ যেন ঠিক থাকে

শহরের খানপুর এলাকার বিশ্ববিদ্যালয় ছাত্র তানভীর ইসলাম তুষার বলেন, ৩০ অক্টোবর নির্বাচনের পর নির্বাচিতরা কখন শপথ করে দায়িত্ব গ্রহণ করবে তা জানতে অনেক কৌতূহলী ছিলাম। এর মধ্যে জানতে পারি ১৭ নভেম্বর হবে। পরে জানতে পেরেছি তারিখ পরিবর্তন করে ২৭ নভেম্বর করা হয়েছে। আশা করবো এর আর কোনও ব্যত্যয় হবে না।

আমার দায়িত্ব  শেষ, এখন

নির্বাচিতরা দায়িত্ব  নিবেন

এদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করা শাহ কামাল জানান, কোনও ধরণের প্রতিবন্ধকতা ছাড়াই সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে। এটা ইতিবাচক দিক। আমি প্রশাসকের দায়িত্ব পালনকালে যতটুকু সেবা নাগরিকদের দেওয়া প্রয়োজন ততটুকু দিতে চেষ্টা করেছি। আমার দায়িত্ব শেষ, এখন নির্বাচিতরা দায়িত্ব নেবেন।

উলেস্নখ্য, গত ৫ মে শীতলক্ষ্যার পূর্বপাড় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কদমরসুল, নারায়ণগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জ মোট ৩টি পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের গেজেট প্রকাশিত হয়। ২৩ জুন প্রাথমিক ও গণশিড়্গা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ কামালকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এটা ছিল তার অতিরিক্ত দায়িত্ব। গত ২৬ জুন তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।

নির্বাচনের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের পরবর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

গত ৩০ অক্টোবর সিটি করপোরেশনের নির্বাচনে ৬জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ভোট গ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে শনিবার গভীর রাতে কেন্দ্রের নির্দেশে নির্বাচন বয়কট করেন।

নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মধ্যে ডা. সেলিনা হায়াত আইভী (দোয়াত কলম) ১ লাখ ৮০ হাজার ৪৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমান (দেওয়াল ঘড়ি) ৭৮ হাজার ৭০৫ ভোট। আতিকুল ইসলাম জীবন (তালা) ১ হাজার ৮৫৫ ভোট, তৈমুর আলম খন্দকার (আনারস) ৭ হাজার ৬১৬, আতিকুর রহমান নাননু মুন্সী (গরুর গাড়ি) ৬ হাজার ৬১২, শরীফ মোহাম্মদ (হাঁস) ১ হাজার ৪৮৩ ভোট।

এছাড়া ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৫৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্ধিতা করেছেন। ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়েছিলেন আড়াই শ’ প্রার্থী।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here