ডেস্ক রিপোর্ট:: নাটোরের ২৫ বছর আগের আমজাদ হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
নলডাঙ্গা থানা পুলিশের অভিযানে র্যাব-১ সিপিসি-৩ এর সহযোগিতায় ঢাকার আশুলিয়া এলাকা থেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের মৃত শফিক প্রামাণিকের ছেলে শাহাদাত হোসেন (৭০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫)। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, আসামি শাহাদাত হোসেন ও তার স্ত্রী ১৯৯৮ সালে নলডাঙ্গা থানাধীন পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেন নামে এক ব্যক্তিকে তার বাড়িতে প্রবেশ করে হত্যা করে। সেই ঘটনায় ভিকটিমের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে তৎকালীন অবিভক্ত নাটোর সদর থানার (নং-২৮ তারিখ-১৪/০৬/১৯৯৮ খ্রিঃ) মামলায় নুরজাহান বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। কিন্তু মামলার প্রধান আসামি শাহাদৎ হোসেন ঘটনার পর থেকে আত্নগোপনে চলে গেলে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পরবর্তীতে ২নং আসামি নুরজাহান বেগম আদালত হতে জামিন পেলে তিনি কৌশলে প্রধান আসামি শাহাদৎ হোসেনের সঙ্গে আত্মগোপনে থাকতে শুরু করেন।
এদিকে ১৯৯৮ সালের সেই মামলায় বিচার কার্যক্রম শেষে আদালত ২০১৬ সালে আসামি স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে রায় ঘোষণা করে। রায় ঘোষণার পর থেকে পুলিশ আসামিদের ধরতে অভিযানে নামে। পরে গতকাল (২৩ আগস্ট) ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ২৫ বছর পলাতক থাকার পর গতকাল বুধবার তাদের দুজনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে র্যাব-১ গ্রেপ্তার করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করেন। আজ দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।