ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফ্ফাজ্জাল হোসেন চৌধুরী মায়া প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যে আগামী ২৪ ঘন্ঠার মধ্যে গোলাম আযমকে গ্রেফতার করে বিজয় দিবস কে ইতিহাস মন্ডিত করা হোক। বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রজন্ম লীগের আয়োজিত এক সমাবেশে তিনি এ অনুরোধ জানান।
তিনি বলেন, খালেদা জিয়া যোদ্ধাপরাধীদের বিচার চান না। তিনি যোদ্ধাপরাধীদের বাচানোর জন্যে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তিনি আরো বলেন, খালেদা জিয়া মুক্তিযোদ্ধার স্ত্রী বলে পরিচয় দিয়ে কিভাবে যোদ্ধাপরাধীদের সাথে সর্ম্পক রাখেন? গোলাম আযম জাতির
শত্রু“ হয়ে মুক্ত জীবন যাপন করার কোন অধিকার রাখে না।
বাংলাদেশ আওয়ামীলীগ প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দূর্জয় এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, যুগ্ম সাধারন সম্পাদক হাজী মো: সেলিম, সহ সভাপতি জিন্নাত আলী খান, আমিনুল ইসলাম স্বপন প্রমুখ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা