স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য নিউজিল্যান্ডকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
৬ বল বাকি থাকতেই সব উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করে ২৪৭ রান।
তামিম ইকবালের সর্বোচ্চ ৫৮ রান ও ৩১ রান করে আসে অধিনায়ক মুশফিকুর রহিম ও মুমিনুল হকের ব্যাট থেকে। ৪০ রানে ৪ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সেরা
বোলার কোরি অ্যান্ডারসন। জেমস নিশাম ৩ উইকেট নেন ৫৩ রানে।
নাসির হোসেন ৩ ও নাঈম ইসলাম ১৬ রান করে আউট হন। অধিনায়ক মুশফিকুর রহিম ৩১ রান করে ল্যাথহামে হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরে যান। অ্যান্ডারসনের বলে বোল্ড আউট হয়ে ৫৮ রানে ফিরে যেতে হয় তামিম ইকবালকে।
নাথান ম্যাককালামের আগের ওভারে দুটি ছক্কা হাঁকানো শামসুর রহমান (২৫) এগিয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফিরে গেছেন। অ্যান্ডারসনের বলে ম্যাককালামের হাতে ক্যাচ দিয়ে মমিনুল হক ৩১ রান করে সাজ ঘরে ফিরেছেন।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতলেই অতিথিদের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন। উদ্বোধনী ব্যাটসম্যান এনামূল হকের জায়গায় অভিষেক হচ্ছে শামসুর রহমানের। তিনটি টি-টোয়েন্টি খেলা শামসুর বাংলাদেশের ১০৮তম ওয়ানডে ক্রিকেটার। নিউ জিল্যান্ড দলে দুটি পরিবর্তন। চোটের কারণে দেশে ফিরে যাওয়া কেন উইলিয়ামসনের জায়গায় দলে এসেছেন টম ল্যাথাম।
পেসার মিচেল ম্যাকক্লেনাগানের জায়গায় দলে ফিরেছেন আরেক পেসার কাইল মিলস। সিরিজের শুরু থেকেই শিশির ফ্যাক্টরের কথা বলে এলেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছেন মুশফিকুর রহিম।