তারানা হালিমস্টাফ রিপোর্টার :: নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে নতুন প্যাকেজ  ‘অপরাজিতা’চালু করেছে দেশের সরকারি মোবাইলফোন অপারেটর কোম্পানি টেলিটক।
রবিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে প্যাকেজটির উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সারাদেশে নারীদের জন্য ২০ লাখ ‘অপরাজিতা’ সিম বিনামূল্যে বিতরণ করার ঘোষণা দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সাশ্রয়ী মূল্যে ভয়েস ও ভিডিও কল এবং ইন্টারনেট ডাটা ব্যবহারের সুবিধার মধ্য দিয়ে নারী আরো একধাপ এগিয়ে যাবে। নারীর ক্ষমতায়নে এ সিম বিশেষ ভূমিকা পালন করবে।
সিমটি অ্যাক্টিভেশনের পর মাত্র আট টাকায় এক জিবি ও ১৪ টাকায় দুই জিবি ডাটা পরবর্তী তিন মাস যতবার খুশি ততবার ব্যবহার করা যাবে। মেয়াদ হবে সাত দিন।
অপরাজিতা’ সিমের মাধ্যমে টেলিটক থেকে টেলিটক ভয়েস কল ৬০ পয়সা (মিনিট), টেলিটক থেকে অন্য অপারেটরে ৯০ পয়সা, ভিডিও কল (টেলিটক থেকে টেলিটক) ২৪ ঘণ্টায় ৬০ পয়সা মিনিট।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here