ডেস্ক রিপোর্ট :: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ২০৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করেছে বলে বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারেন বড় ধরনের একটি স্বর্ণের চালান ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হবে।
এ সংবাদের ভিত্তিত্বে বিজিবি সদস্যরা সকাল থেকে ফুলবাড়ি সীমান্তের আন্তর্জাতিক সীমানা রেখার ৮৬ নং মেইন পিলারের ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওৎ পেতে থাকেন। বেলা ১টার দিকে ওই সীমান্তের চাকুলিয়া বিলের মধ্যে দিয়ে এক চোরাকারবারী প্লাস্টিকের বস্তা নিয়ে ভারতের দিকে যাচ্ছিলেন।
এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই চোরাকারবারী বস্তা ফেলে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তা থেকে ২০৫ ভরি ওজনের ৮টি স্বর্ণেও বার উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য
প্রায় দেড় কোটি টাকা।