জেসমিন আক্তার, নিজস্হ প্রতিনিধি ::

ঘাসফুল নির্বাহী কমিটি’র ১১৩ তম সভা অদ্য ০৮ অক্টোবর ২০২২ইং, শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম চান্দগাঁওস্থ সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ঘাসফুল চেয়ারম্যান ও চবি. সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে ঘাসফুল প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ ও সংস্থার প্রধান পৃষ্টপোষক মরহুম এম. এল. রহমানসহ গত পঞ্চাশ বছরে ঘাসফুল-সহযাত্রী যে সকল সহকর্মী মৃত্যুবরণ করছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। উপস্থিত নির্বাহী কমিটির সদস্যগণ সংস্থার বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের কার্যক্রমকে আরো সুসংহত করতে কৌশলগত পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আশংকা করা হচ্ছে ২০২৩ সাল হতে পারে পুরো পৃথিবীর জন্য এক মহাসংকট কাল। এই সংকট মোকাবেলায় সংস্থার জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন।

তারা মনে করেন, ঘাসফুলের চলমান কার্যক্রম; স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পিছিয়েপড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, শিশু সুরক্ষা, নারী উন্নয়ন, পরিবেশ ও দুর্যোগ মোকাবেলাসহ সকল কার্যক্রমে কর্ম-এলাকা সম্প্রসারণ ও উপকারভোগীর সংখ্যা আরো বাড়ানো প্রয়োজন।

উক্ত সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন, ঘাসফুল নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সমিহা সলিম, যুগ্ম সাধারণ সম্পাদক কবিতা বড়ুয়া, নির্বাহী সদস্য প্রফেসর ড. জয়নাব বেগম, পারভীন মাহমুদ এফসিএ।

এ সময় আরো সংযুক্ত ছিলেন ঘাসফুল এর সিইও আফতাবুর রহমান জাফরী, পরিচালক (অপারেশন) মোহাম্মদ ফরিদুর রহমান, উপপরিচালক মফিজুর রহমান, মারুফুল করিম চৌধুরী, জয়ন্ত কুমার বসু, সহকারী পরিচালক সাদিয়া রহমান, সহকারী পরিচালক (এসডিপি) কে.এম.জি. রাব্বানী বসুনিয়া, অডিটি ও মনিটরিং বিভাগের প্রধান টুটুল কুমার দাশ, ব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ মামুনূর রশীদ, সহকারী ব্যবস্থাপক (পাবলিকেশন) জেসমিন আক্তার, কর্মকর্তা নারগিছ আক্তার, মোঃ শরীফ
হোসেন মজুমদার, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

সভায় পিকেএসএফ ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংস্থার লেনদেন বিষয় অবহিতকরণ, আগামীতে কী কী কৌশল অবলম্বন প্রয়োজন তা নিয়ে আলোচনা করা হয়। তারা বলেন, সংস্থার উত্তরাঞ্চলের কর্ম-এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহসহ তাদের জীবন-জীবিকার উন্নয়নে আরো বেশি যত্নশীল হতে হবে।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here