ডেস্ক নিউজ :: ইতিহাসে এবারই প্রথম যুদ্ধাবস্থা ছাড়া অলিম্পিক গেমস স্থগিত হয়েছে। জাপানে চলতি বছরের ২৪ জুলাই এবারের অলিম্পিক শুরু হওয়ার কথা থাকলেও বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে টোকিও অলিম্পিকের এবারের আসর স্থগিত ঘোষণা করা হয়।
তবে চলতি বছর অনুষ্ঠিত হতে না যাওয়া টোকিও অলিম্পিক আগামী বছরের একই সময়ে আয়োজিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সোমবার অলিম্পিকের আয়োজকরা জানান, বিশাল আয়োজনের এই গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হবে ২০২১ সালের ২৩ জুলাই, যা আগের নির্ধারিত সময়ের চেয়ে সমান এক বছর পর।
এর আগে করোনাভাইরাস মহামারির কারণে গত সপ্তাহে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও জাপানের আয়োজকরা এ বছরের প্রতিযোগিতা ২০২১ সাল পর্যন্ত স্থগিত করে।