পাকিস্তানে ২০১৩ সালে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। তিনি বলেন, সরকার দৃঢ়ভাবে গণতন্ত্রে বিশ্বাস করে ও দেশের আইন ও সংবিধান মেনে চলে। রাজনৈতিক দলগুলোর প্রতি সাধারণ মানুষের যে সমর্থন রয়েছে, আমরা তা সম্মান করি। গতকাল একটি সম্মেলনের পর সংবাদ-কর্মীদের সঙ্গে এক সাক্ষাৎকারে গিলানি জোর দিয়ে বলেন, বিরোধী দল বিভিন্ন সমস্যা সৃষ্টি করলেও, সরকার এ পর্যন্ত কোন হুমকির সম্মুখীন হয়নি। যারা সরকারকে নিশানায় পরিণত করতে চায়, তারা এটা শুনে হতাশ হবে।
এদিকে সমপ্রতি গোপণ স্মারকলিপি নিয়ে পাকিস্তানের অভ্যন্তরীন রাজনীতিতে যে ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা থেকে উত্তরণের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তিনি বলেন, মেমোগেট কেলেঙ্কারীর প্রকৃত তথ্য উদ্ঘাটনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই এ কমিটির কর্মকর্তারা নিরপেক্ষ তদন্ত শুরু করবেন। গিলানি বলেন, দেশ যেসব কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে, সেসব সঙ্কটের সমাধান করতে তার সরকার বদ্ধপরিকর। তিনি আরও বলেন, কোন সরকার প্রধানের পক্ষেই এ ধরনের কঠিন পরিস্থিতির মোকাবিলা করা সহজ হবে না। তবে, আমরা ইতিবাচকভাবেই গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।