উত্তরাঞ্চলের ১৪টি বাফার গোডাউন প্রায় ১ লাখ মেট্রিক টন ইউরিয়া সার দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে আছে। ত্রিপল দিয়ে ঢেকে রাখা হলেও সার গলে যাওয়ার আশঙ্কা রয়েছে। খোলা অবস্থায় পড়ে থাকা এসব সারের মান নিয়েও প্রশ্ন উঠেছে কৃষকদের মাঝে।

আর খোলা আকাশের নিচে পড়ে থাকার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা ডিলারদের অভিযুক্ত করে বলেন, ডিলারদের সার উত্তোলনে ধীরগতির জন্য এই মজুদ গড়ে উঠেছে।

বাফার গোডাউন সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসে এ অঞ্চলে সারের চাহিদা রয়েছে ২ লাখ ৪ হাজার মেট্রিকটন। গত সোমবার পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বিপরীতে ১৪টি বাফার গোডাউনে সার মজুদ রয়েছে ২ লাখ ৯০ হাজার মেট্রিকটন। এর মধ্যে বাঘাবাড়ী গোডাউনে সাড়ে ৮ হাজার মেটিক টন ধারণক্ষমতার বিপরীতে রয়েছে ১৭ হাজার ৩১০ মেট্রিক টন। খোলা আকাশের নিচে রয়েছে ৮ হাজার ৯৮৯ মেট্রিক টন। রাজশাহীতে প্রায় ১৪ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বিপরীতে সার মজুদ রয়েছে ১৭ হাজার ৯২১ মেট্রিক টন। খোলা আকাশের নিচে রয়েছে ৫ হাজার ৬৩৭ মেট্রিক টন। নাটোরে প্রায় ১২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বিপরীতে সার রয়েছে ২১ হাজার ৪৪১ মেটিক টন। এই গোডাউনে প্রায় ১০ হাজার মেট্রিক টন সার খোলা আকাশের নিচে পড়ে আছে। বগুড়ায় ১৭ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বিপরীতে সার রয়েছে ২৭ হাজার ৮৪৪ মেট্রিক টন, খোলা আকাশের নিচে রয়েছে প্রায় ১১ হাজার মেট্রক টন। গাইবান্ধায় সাড়ে ৪ হাজার মেটিক টনের বিপরীতে রয়েছে ১২ হাজার ৩৬০ মেট্রিক টন। খোলা আকাশের নিচে রয়েছে ৭ হাজার ৮৬০ মেট্রিক টন। রংপুরে প্রায় ১২ হাজার টনের বিপরীতে রয়েছে ১৭ হাজার ৬২০ মেট্রিক টন খোলা আকাশের নিচে রয়েছে ৬ হাজার ৯৭৩ মেট্রিক টন। কুড়িগ্রামে সাড়ে ৪ হাজার মেট্রিক টনের বিপরীতে ৮ হাজার ১৫৩ মেট্রিক টন খোলা আকাশের নিচে রয়েছে ৩ হাজার ৯১১ মেট্রিক টন। জয়পুরহাটে সাড়ে ৪ হাজার মেট্রিক টনের বিপরীতে রয়েছে ১১ হাজার ৫৮ মেট্রিক টন, খোলা আকাশের নিচে রয়েছে ৫ হাজার ২৯৬ মেট্রিক টন। শান্তাহারে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বিপরীতে রয়েছে ৪৯ হাজার ৬০৮ মেট্রিক টন, খোলা আকাশের নিচে রয়েছে ৭ হাজার ৩০০ মেট্রিক টন। পার্বতীপুরে প্রায় ১৬ হাজার মেট্রিক টনের বিপরীতে রয়েছে ২৩ হাজার ৯৫৫ মেট্রিক টন। খোলা আকাশের নিচে রয়েছে ৯ হাজার ৮শ মেট্রিক টন। ঠাকুরগাঁওয়ে প্রায় ১৭ হাজার মেট্রিক টনের বিপরীতে রয়েছে ২৫ হাজার ৮৮৯ মেট্রিক টন। খোলা আকাশের নিচে রয়েছে ৯ হাজার ৪৫১ মেট্রিক টন। দিনাজপুরে প্রায় ১২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বিপরীতে রয়েছে ২২ হাজার ৮৮৬ মেট্রিক টন। এখানে খোলা আকাশের নিচে রয়েছে ১১ হাজার ৬ মেট্রিক টন। চরকাই প্রায় ১১ হাজারেরর বিপরীতে রয়েছে ১৩ হাজার ১২৫ মেট্রিক টন। খোলা আকাশের নিচে রয়েছে ১ হাজার ৯৬৭ মেটিক টন। মহেন্দ্র নগর গোডাউনে ২০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বিপরীতে রয়েছে ২০ হাজার ৬৪৯ মেট্রিক টন। খোলা আকাশের নিচে রয়েছে সাড়ে ৬০০ মেট্রিক টন। জানা গেছে, মাঠপর্যায়ে কৃষকদের মধ্যে ইউরিয়া সার পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিগত ১৭ বছর আগে বিএডিসির গোডাউনগুলো ব্যবহার শুরু করে বিসিআইসি। কৃষি মন্ত্রণালয় কর্তৃক শিল্প মন্ত্রণালয়কে গুদামগুলো ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়। সেই থেকে দেশের ২৪টি বিএডিসির গুদাম ব্যবহার করছে বিসিআইসি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here