দুই যুগ পর শার্শার ঐতিয্যবাহী বিদ্যাপিঠ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৮ বর্ষের শিক্ষার্থীদের বিদ্যালয় প্রাঙ্গনে ঈদের পরের দিন ৮ নভেম্বর এক মিলন মেলা বসে। এ সময় তাদের পরিবারের সদস্যরাও এ আনন্দ ঘন পরিবেশে অংশ নেয়।
৮ নভেম্বর সকালে চেয়ারম্যান সোহারাব হোসেন, শ্রী বৈদ্যনাথ দাস ও এস এম আবু সাইদ ডিউক’র আয়োজনে বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৮ বর্ষের শিক্ষার্থী ও তাদের পরিবাদের সদস্যরা এক মিলন মেলা বসায়। মিলন মেলায় এ বর্ষের শিক্ষার্থীরা সৃতিচারন করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। অনেকে দীর্ঘ দুই যুগ পরে তাদের পুরনো বন্ধুদের কাছে পেয়ে বুকে জড়িয়ে খুশিতে কাঁদতে থাকে। অনেকের সাথে বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের গন্ডি পেরোনোর আর দেখা হয়নি। এ মিলন মেলার কারনে ঈদে ঘরে ফেরা বন্ধুদের সাথে দীর্ঘদিন পরে দেখা হওয়ায় অনুষ্ঠানের আয়োজক চেয়ারম্যান সোহারাব হোসেন ও ক্লিনিক ব্যবসায়ী শ্রী বৈদ্যনাথ দাসের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে। এ সময় প্রিতি ভোজ ও লটারির আয়োজন করা হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ ইয়ানুর রহমান/র্শাশা