রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তা ১৬ তলা ভবন থেকে পড়ে মারা গেছেন। সেন্ট পিটার্সবার্গের একটি ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আঞ্চলিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের প্রধান ম্যারিনা ইয়ানকিনা ১৬ তলা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন। বুধবার সকাল ৮টার আগে সেন্ট পিটার্সবার্গের কালিনিনস্কি এলাকার একটি আবাসিক ভবনের পাশের রাস্তা থেকে ম্যারিনা ইয়ানকিনার মৃতদেহ উদ্ধার করা হয়। একজন পথচারী মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিয়েছিলেন।
ইউক্রেনে এক বছরের বেশি সময় ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধের তহবিল বৃদ্ধির জন্য দেশটির যে কয়েকজন কর্মকর্তা কাজ করছেন, ৫৮ বছর বয়সী ম্যারিনা তাদের অন্যতম।
তিনি রাশিয়ার ওয়েস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের অর্থ বিভাগের পরিচালক ছিলেন। রাশিয়ার পাঁচটি ভৌগোলিক ব্যাটালিয়নের একটি হচ্ছে ওয়েস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট। যার কমান্ডার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর কয়েক দফায় এই ডিস্ট্রিক্টের পরিচালক পরিবর্তন করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো বলছে, ম্যারিনার মরদেহ যে ভবনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে, সেই ভবনটি তার স্বামীর বলে মনে করা হয়। সেখানে তার স্বামীর কিছু সম্পত্তিও রয়েছে।
দ্য ইন্ডিপেনডেন্ট বলছে, ওয়েস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট তাদের একজন কর্মকর্তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি তারা।
রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধের বিভিন্ন সময়ে বেশ কয়েকজন উচ্চপদস্থ রুশ কর্মকর্তা বা পুতিনের ঘনিষ্ঠ মিত্র মারা গেছেন। ম্যারিনা ইয়ানকিনা সেই তালিকায় সর্বশেষ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি দেশটির সামরিক বাহিনীর মেজর জেনারেল ভ্লাদিমির মাকারভকে বরখাস্ত করেন। চাকরিচ্যুত হওয়ার কয়েকদিনের মধ্যে এই জেনারেলের মরদেহ উদ্ধার করা হয়।
রুশ গণমাধ্যমের খবরে জানানো হয়, মেজর ভ্লাদিমির মাকারভ আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধারের কয়েক দিন যেতে না যেতেই আরেক রুশ প্রতিরক্ষা কর্মকর্তার মরদেহ উদ্ধারের এই ঘটনা ঘটল।