যুদ্ধাপরাধীদের বিচার বানচালের যে কোন ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ১৪ দলের নেতাকর্মীরা।
মঙ্গরবার বিকালে রাজধানীতে আয়োজিত মানববন্ধন কর্মসূচী থেকে এই প্রত্যয় ব্যক্ত করে ১৪ দলের নেতারা জানিয়েছেন যুদ্ধাপরাধের বিচার বানচাল এবং সরকার উৎখাতের যে কোন অগণতান্ত্রিক আন্দোলন রাজপথেই মোকাবিলা করবে ১৪দল। গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ১২ কিলোমিটার ব্যাপী এই মানববন্ধনে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন। ১
৪ দলের হাজার হাজার নেতাকর্মী নানা ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে এতে অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষ হয় বিকাল চারটায়। মানববন্ধনে গাবতলী, শ্যামলী, আসাদ গেট, ধানমন্ডি ২৭ নম্বর রোড, রাসেল স্কয়ার, গ্রীন রোড, বসুন্ধরা সিটি, সোনারগাঁও মোড়, শাহবাগ, মৎস্য ভবন প্রেসক্লাব, নূর হোসেন স্কোয়ার, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, ইত্তেফাক মোড়, রাজধানী মার্কেট, সায়েদাবাদ, যাত্রাবাড়ী পয়েন্টে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার