১৪ দফা দাবি জানিয়েছে কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটি। রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের হানিফ খান মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
১৪ দফা দাবির মধ্যে রয়েছে, কুতুবপুর ইউনিয়নসহ ডিএনডি প্রকল্প এলাকাকে আবাসিক এলাকা ঘোষণা করা, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথকে দু’লাইনে উন্নীত করণ ও পাগলা রেল স্টেশনকে স্থায়ী করে আধুনিক প্লাটফরম তৈরি, পাগলা-আলীগঞ্জ বালুর মাঠে ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন, হাজী মিছির আলী ডিগ্রী কলেজে অনার্স কোর্স চালু, পাগলা উচ্চ বিদ্যলয় ও দেলপাড় উচ্চ বিদ্যালরয় এসএসসি পরীক্ষার কেন্দ্র এবং ভূইগড় ও দেলপাড়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার কেন্দ্র চালু, অভ্যন্তরীন রাস্তা সমপ্রসারণ করে চলাচলের উপযোগী করা ও গ্যাস-বিদ্যুৎ লাইন সমপ্রসারণ, ওয়াসার পাম্প বসিয়ে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও নিস্কাশসনের ড্রেনেজ ব্যবস্থা এবং খাল পুনঃখনন, শ্যামপুর হতে ফতুল্লা রেল সড়কের দু’পাশ দিয়ে পাকা রাস্তা নির্মাণ, কাঁচপুর সেতু হতে সরকারি খালের পাশ দিয়ে শাহী বাজার হয়ে পাগলা তালতলা পর্যন্ত লিংক রোড তৈরি এবং বুড়িগঙ্গা নদীতে সেতুর মাধ্যমে পানগাঁও কন্টেইনার টার্মিনাল সংযুক্ত করা, পাগলায় লঞ্চ টার্মিনাল স্থাপন করে নদী পদে টঙ্গি পর্যন্ত নৌ সিটি চালু করে নদীর তীর দখলমুক্ত রাখা, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ভবন সমপ্রসারণ করে অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টার তৈরি, কুতুবপুর ইউনিয়নকে পরিবেশদূষণমুক্ত রাখা, পাগলায় মেরি এন্ডারসন এলাকায় শিশু পার্ক স্থাপন এবং জেটির পূর্বদিকে জলাশয় ভরাট করে মাঠ, শিশু পার্ক ও চিত্তবিনোদনের কেন্দ্র গড়ে তোলা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটির আহবায়ক নুরুল হক জোয়াদ্দার, সদস্য সচিব এস এম কাদির, সদস্য বাহারানের সুলতান, ওবাদ মাস্টার, আফসারউদ্দিন মেম্বার, লুৎফর রহমান, সেকান্দার আলী, আশরাফুল জোয়দ্দার, আবদুর রাজ্জাক, নিজামউদ্দিন মন্টু প্রমুখ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ