২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলার পরবর্তী শুনানি।
গত বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক এ আদেশ দেন।
সেদিন সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরীর আবেদনের আংশিক শুনানি শেষ হয়। এর আগে পুলিশের সাবেক মহাপরিচালক আশরাফুল হুদা ও হুজি নেতা আব্দুল মালেকের আবেদনের শুনানি শেষ হয়।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদাকে উদ্দেশ্যমূলকভাবে কোনোরকম যাচাই-বাছাই ছাড়াই এ মামলায় আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিচারক শাহেদ নূর উদ্দিন শুনানির তারিখ দিন ঠিক করেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা