১২ই মার্চ বিএনপির ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি রাজপথে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ওই কর্মসূচী প্রত্যাহারের আহবান জানিয়েছে তিনি বলেছেন, সরকার উৎখাতের এই কর্মসূচিকে দেশের মানুষ কোনভাবেই সমর্থন করে না। এ ধরনের কর্মসূচিকে রাজপথে প্রতিহত করা হবে।
রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, অসাংবিধানিক পন্থায় সরকার উৎখাতের কোন চেষ্টাকে স্বাধীনতায় বিশ্বাসী গণতন্ত্রকামী মানুষ সমর্থন করে না।বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কোন দাবি থাকলে সংসদে এসে তা উত্থাপন করুন। জনদুর্ভোগের কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না।