চট্টগ্রামে চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র আটক মামলার সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার থেকে ফের শুরু হচ্ছে। এ উপলক্ষে সকালে আদালতে হাজির করা হবে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরসহ মামলার চার্জশিটভুক্ত মোট ১১ জন আসামিকে। এর আগে গত ২৯ নভেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ হয়েছিল।
চট্টগ্রাম কারাগারের জেলার মোঃ রফিকুল কাদের জানান, মামলার ১১ জন আসামির মধ্যে চারজন বর্তমানে চট্টগ্রাম কারাগারে আছেন। নিজামী-বাবরসহ সাতজনকে ঢাকা থেকে আনা হচ্ছে। রাতেই তারা চট্টগ্রামে পৌঁছবেন। এর আগে সোমবার বিকেল আসামি অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাব উদ্দিনকে কারাগারে আনা হয়েছে। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৯ নবেম্বর মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার পর পরই আদালত বর্জন করে আসামী পক্ষের আইনজীবিরা। বর্জন সত্বেও দিন মোট ৮জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। দুটি মামলায় স¤পূরক চার্জশিট দাখিলের পর প্রথম দফায় সাক্ষ্যগ্রহণের জন্য ২০ জন সাক্ষী নির্ধারণ করেছে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে ১০ জন অস্ত্র আটক মামলায় এবং বাকিরা চোরাচালান মামলার সাক্ষী।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২ এপ্রিল ভোরে চট্টগ্রামের সিইউএফল’র সংরক্ষিত জেটিঘাট দিয়ে ট্রলার থেকে খালাসের সময় ১০ অত্যাধুনিক মারণাস্ত্র আটক করেছিল পুলিশ। এ ঘটনায় কর্ণফুলী থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে দু’মামলায় সর্বমোট ৪৪ জনকে আসামি ও ১১২ জনকে সাক্ষী করা হলেও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেয়া হয়।
প্রায় সাড়ে তিন বছর অধিকতর তদন্তের পর ২০১১ সালের ২৬ জুন সিআইডি আদালতে দশ ট্রাক অস্ত্র মামলার স¤পূরক চার্জশিট দাখিল করেন। এরপর ওই বছরের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। ২০১১ সালের ২৯ নভেম্বর তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার