১শ বছরের গ্যারান্টি দিয়ে সড়কের নির্মাণ উদ্বোধনমহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: খুলনার পাইকগাছায় ১০০ বছরের গ্যারান্টি দিয়ে নির্মাণাধীন আরসিসি সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর।

তিনি শুক্রবার সকালে পৌরসভার জনগুরুত্বপূর্ণ পৌর বাজার থেকে মৎস্য আড়ৎদারী মার্কেট সড়কের মধ্যবর্তী স্থানে নির্মাণাধীন আরসিসি স্টোন চিপস সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

৬ ইঞ্চি উচ্চতা ১৬ফুট প্রস্থ ও সাড়ে ৪শ ফুট দৈর্ঘের সড়ক নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ১২ হাজার টাকা।

সড়ক উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, প্রকৌশলী এমএম নূর আহম্মাদ, পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ জালাল উদ্দীন, মৎস্য আড়ৎদারী সমিতির সভাপতি আব্দুল জব্বার, সম্পাদক স ম রব, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ কুমার ও বাবলু সানা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, সড়কটি পৌর এলাকার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ, এ জন্য ১০০ বছরের গ্যারান্টি সহকারে সর্বোচ্চমান বজায় রেখে সড়কটি নির্মাণ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here