ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
আর্থিকভাবে সমস্যাগ্রস্ত ৭টি ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের (বিবি) ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় ১০টি শক্তিশালী ব্যাংক থেকে তারল্য সহায়তা হিসাবে ৬ হাজার ৫৮৫ কোটি টাকা পেয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তারল্য সংকটে ভুগতে থাকা দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করতে ঋণ দিচ্ছে সবল ব্যাংকগুলো। এতে আর্থিকভাবে কিছুটা সংকট কাটিয়ে উঠছে তারা। কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে অতিরিক্ত কোনো টাকা না ছাপিয়েই এ সহায়তা দেওয়া হচ্ছে।