দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে সুপ্রিম কোর্টের ওয়েব ঠিকানায় (http://www.supremecourt.gov.bd) গিয়ে দেখা যায় সাইটটি হ্যাক করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্টার এ কে এম শামসুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকালে সিঙ্গাপুর থেকে একজন তাকে ফোন করে জানায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক হয়েছে। এ বিষয়ে পরে আরো কয়েকজন ফোন করে একই ধরণের অভিযোগ করে।

তিনি বলেন, ‘বিষয়টি দেখার জন্য আমাদের আইটি বিভাগকে বলেছি।’

এ বিষয়ে সহাকারী রেজিস্টার বদরুল আলম ভূঁইয়া বলেন, ‘কখন থেকে হ্যাক হয়েছে, কারা করেছে এ ব্যাপারে আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে (www.supremecourt.gov.bd) গিয়ে দেখা যায়, সেখানে ‘3xp1r3 Cyber Army’ লেখা উঠছে। তবে মাঝে মাঝে আবার এই তথ্যটি চলে যাচ্ছে।

সেখানে ইংরেজিতে লেখা দেখা যায়, ‘Some other hacker are trying to hack Bangladeshi sites!! and delete all the data !!Dont worry none of data is deleted!’

সেখানে আরো লেখা দেখা যায়, ‘A message to the people connected with Press: As a journalist, as a writer, as a media person You have more responsibility towards Bangladesh, People trust you, believe in you and follow you, what ever you write, what ever you show is taken as a truth, with the power of Pen and cameras you can do what a normal Bangladeshi can\’t do ..! so we request you, save this Bangladesh before Evil powers take the control of it .. Be honest .. don\’t mislead people …’

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here