আমেরিকার সরকারের সদর দফতর হোয়াইট হাউজ প্রাঙ্গণে ধোঁয়া বোমা ছুড়েছে দেশটির বিক্ষুদ্ধ নাগরিকরা।
অর্থনৈতিক বৈষম্য-বিরোধী অকুপাই আন্দোলনকারীরা যখন মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউজের সামনে জড়ো হচ্ছিল, তখন এ ঘটনা ঘটে। এতে হোয়াইট হাউজে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকার নিরাপত্তা বাড়ানো হয়।
কিছু সময়ের জন্য হোয়াইট হাউজের ঢোকার ও বের হবার দরজা বন্ধ করে দেয়া হয়। দেশটির সিক্রেট সার্ভিসের মুখপাত্র এ তথ্য দেন।
তিনি জানান, কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে জোর তদন্ত করছে। তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে বিক্ষোভকারীরা সে এলাকা ছেড়ে চলে যাওয়াতে কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি।
প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা সে সময় হোয়াইট হাউজের বাইরে ছিলেন।