অ্যাডিলেডে ৪ ম্যাচ সিরিজের শেষ টেস্টে শুক্রবার অস্ট্রেলিয়ার কাছে ২৯৮ রানে হেরে হোয়াইটওয়াশ হল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ৪-০-তে হেরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে মহেন্দ্র সিং ধোনির বাহিনী। অ্যাডিলেডে সিরিজের সব শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হার ২৮৯ রানে। মেলবোর্ন, সিডনি ও পার্থের পর অ্যাডিলেডেও আরেকটি বিশাল হার। বিদেশের মাটিতে টানা আট টেস্ট হেরে ১৯৬৮ সালের পর সবচেয়ে কলঙ্কজনক বৈদেশিক পারফরম্যান্সের শিকার হতে হলো তাদের। অস্ট্রেলিয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষেও ৪-০-তে ধবল-ধোলাই হয়েছিল ভারত।

অ্যাডিলেড টেস্টে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল। ক্লার্ক ও পন্টিংয়ের একটি জুটিই মূলত ভারতকে ম্যাচ থেকে বাইরে ছিটকে ফেলে। ক্লার্ক ২১০ ও পন্টিং ২২১ রান করেন। এই জোড়া ডাবল সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৬০৪ রানের বিশাল স্কোর। জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৭২ রানে। বলার মতো সংগ্রহ ছিল কেবল বিরাট কোহলির (১১৬)। অস্ট্রেলিয়া ভারতকে ফলোঅন না করিয়ে নিজেরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে ভারতের সামনে ছুড়ে দেয় ৫০০ রানের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ গ্রহণে ব্যর্থ ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০১ রানে।

গোটা অস্ট্রেলিয়া সিরিজে যারপরনাই ব্যর্থ ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। শেবাগ, গম্ভীর, টেন্ডুলকার, লক্ষণ, ধোনি—প্রায় সবাই ব্যর্থ। শততম সেঞ্চুরির খোঁজে দিন পার করে দেওয়া শচীন টেন্ডুলকারের অসহায় আত্মসমর্পণগুলো যেন ভারতীয় ক্রিকেটের শেষের শুরুকেই নির্দেশ করছে। রাহুল দ্রাবিড়ের ‘দ্য ওয়াল’ খেতাবও ভূলুণ্ঠিত হওয়ার পথে। এই সিরিজে অসি বোলাররা তাঁর দেয়াল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here