কিশোরগঞ্জের হোসেনপুরে গত ৩ দিনের শৈতপ্রবাহ, তীব্র শীত ও ঘন কুয়াশায় ২ জনের মৃত্যুসহ জনজীবন বিপর্যস- হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার ধূলজুরি গ্রামের হতদরিদ্র বাচ্চু মিয়া(৪৬)তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে গুরুতর অসুস’ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস’ায় মারা যায়।এছাড়া ওই দিন বিকেলে উপজেলার বর্শিকুড়া গ্রামের মাহমুদ মুন্সী(৭০)হঠাৎ প্রচন্ড ঠান্ডায় শ্বাসকষ্ট বেড়ে গেলে বাড়ির লোকজন দ্রুত হোসেনপুর স্বাস’্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
অন্যদিকে,ঘন কুয়াশার কারনে যানবাহনগুলো দিনেও হেড লাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে। ব্রহ্মপুত্রের তীরবর্তী চরাঞ্চলসহ সর্বত্রই ঘন কুয়াশার কারনে শ্রমিক ও নিম্ন আয়ের লোকজন কাজের সন্ধানে বের হতে পাড়ছে না।সকাল থেকে বিকেল পর্যন- সূযেৃর মুখ দেখা যাচ্ছেনা।অনেকেই খড়কুটা দিয়ে আগুন জালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।এদিকে শীত বাড়ার সাথে সাথে শীত বস্ত্র কেনার ধূম পড়েছে।এ সুযোগে বিক্রেতারাও নতুন পুরাতন শীত বস্ত্রের দাম কয়েক গুন বাড়িয়ে দিয়েছে।ফলে গরম কাপড় কেনা অনেকটা নিম্নবিত্তদের সাধ্যের বাইরে চলে গেছে।তীব্র শীতের কারনে মানুষ জরুরী কাজ ছাড়া বাইরে বের হচ্ছে না।শিশু ও বৃদ্ধরা ঠান্ডা জনিত রোগে অসুস’ হয়ে পড়ছেন।স্কুল-কলেজ ও অফিস আদালতে উপসি’তি কমে যাওয়ায় দৈনন্দিন কাজ কর্মেও নেমে এসেছে স’বিরতা।
মো : জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)