মো: জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুর-গফরগাঁও সড়কে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।ডাকাত দল অস্রের মুখে ব্যবসায়ী ও পথচারীদের জিম্মি করে প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে।এ সময় ডাকাতের আক্রমনে ২ জন আহত হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে হোসেনপুর-গফরগাঁও সড়কের খরশিদমহল ব্রীজ সংলগ্ন পুলিশ বক্সের সামনে একটি সশস্র ডাকাত দল হোসেনপুর গামী ০৮/১০ জন ব্যবসায়ী ও পথচারীকে আটকিয়ে অস্রের মুখে জিম্মি করে ১ টি বাইসাইকেল,৫ টি মোবাইলসেট ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এসময় ডাকাতদের অস্রের আঘাতে কিশোরগঞ্জের শাহী মোমবাতি ফেক্টরির মালিক শাহিনুর আলম(২৪) ও হোসেনপুরের বেকারীর হকার ফরিদ(৩০) আহত হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রায়ই ওই সড়কে ডাকাতি হলেও পুলিশের ভুমিকা থাকে রহস্যজনক।টহলরত পুলিশ সদস্যরা প্রতি রাতেই টহলের ফাঁকে যখন নিকটবর্তী হোসেনপুর বাজারে চা-নাস-ায় মগ্ন থাকে আর তখনই ওই সড়কে ডাকাতির ঘটনা ঘটে থাকে।