কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মঙ্গলবার রাতে সংঘটিত এক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। কিশোরগঞ্জ – হোসেনপুর সড়কের রামপুর এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত দু’জন হচ্ছে কিশোরগঞ্জ জেলা শহরের বিন্নগাঁও এলাকার রবিন (১৭) ও হোসেনপুর উপজেলার গোল পুকুর পাড় এলাকার রাজু (১৮) ।
হোসেনপুর থানার পুলিশ সূত্রে জানা যায় নিহত দুই তরুণ মটর সাইকেলযোগে হোসেনপুর থেকে কিশোরগঞ্জ ফেরার পথে রাত ১১ টার দিকে রামপুর এলাকার একটি কালভার্টের কাছে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে আনা হয়েছে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রুমন চক্রবর্ত্তী/কিশোরগঞ্জ