মো: জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার বিকেল সাড়ে ৪ ঘটিকায় ২০১১সালের জেডিসি ও জেএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির স্বপন,ইউএনও মোঃ তমিজুল ইসলাম খান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুনাহার ইয়াসমিন উপসি’ত থেকে ১৪টি মাদরাসা সহ মোট ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ঘোষিত ফলাফলে এ বছর হোসেনপুর উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ০৫ জন।
মাদরাসা পর্যায়ে মোট পরীক্ষার্থী ছিল ৬১০ জন। পাশের হার ৮১.৮০ শতাংশ।স্কুল পর্যায়ে পরিক্ষার্থী ছিল ১হাজার ৯৮৬ জন।পাশের হার ৬৬.৭৭ শতাংশ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমিজুল ইসলাম খান আনুষ্ঠানিক ভাবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে ফলাফলের সীট তুলে দেন।