দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে শনিবার হেরোইন সেবনের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। কারাদন্ডপ্রাপ্তরা হলেন- জিয়াউর রহমান জিয়া (৩০), তৌফিকুল ইসলাম (২২), হ্নদয় খান (২১)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দীর্ঘদিন ধরে তারা এলাকায় হেরোইন সেবন করে আসছিলো। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় হেরোইন সেবন অবস্থায় হাতেনাতে তাদের আটক করা হয়। আটককৃতের এক জনকে তিন মাসের এবং অপর দুই জনকে ছয় মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সংকেত চৌধুরী/দিনাজপুর